Friday, 6 March 2020

Real love ||Love Stories - Real-Life True Romantic Stories

অনেকক্ষণ হয়ে গেছে মেয়েটি ছেলেটিকে ম্যাসেজ দিছে কিন্তু ছেলেটি তার ম্যাসেজ এর রিপ্লে দিচ্ছেনা.. অনেক্ষণ পর.. ছেলেটি ম্যাসেজ দিলো..
ছেলেঃ হুম.. বলো..
মেয়েঃ এতক্ষণ পরে..? কার সাথে ব্যস্ত ছিলে যে ম্যাসেজ রিপ্লে দিতে পারছিলেনা?
ছেলেঃ ডাটা on রেখে আমি কিছু জরুরী কাজ করতেছিলাম...
মেয়েঃ হুম ভালো.. তুমি থাকো তোমার জরুরী কাজ নিয়ে.
ছেলেঃ এতো রাগ করছো কেনো? সমস্যা কি?
মেয়েঃ তুমি আমাকে একটুও বোঝোনা.. আমার একটুও কেয়ার করোনা.
ছেলেঃ ওহ. আচ্ছা.. এই জন্য?
মেয়েঃ আরো অনেক কারণ আছে.. এন্ড এখন আমি একটা সিদ্ধান্ত.. নিয়েছি..তোমার সাথে আর না..
ছেলেঃ মানে?
মেয়েঃ আমি মুক্তি চাই breakup চাই...
ছেলেঃ পারবোনা দিতে...
Hands, Love, Couple, Together, Fingers
মেয়েঃ আমি তোমার কাছে পারমিশন চাচ্ছিনা..আমি আমার সিদ্ধান্ত বলে দিলাম তোমার যা মন চাই করো..
ছেলেঃ ওহ আচ্ছা... তা কতক্ষণ এর জন্য breakup করবা?
মেয়েঃ তুমি কি মনে করতেছো আমি তোমার সাথে মজা করতেছি.? আমি সিরিয়াস এবং সারাজীবন এর জন্য breakup চাই. যে আমার খেয়াল রাখেনা.আমার অনুভূতি বোঝেনা. আমার দাম নেই যার কাছে তার সাথে আর না..
ছেলেঃ আর কিছু?
মেয়েঃ না.. বাই.. আমাকে ফোন দিবানা. ম্যাসেজ ও দিবানা..
ছেলেঃ ওকে..
মেয়েঃ কিছু স্যাড ইমুজ সেন্ড করে..
ছেলেঃ........
(মেয়েটি online থেকে বের হয়ে গেলো.. ছেলেটি তখন ও online এ. মেয়েটির অনেক খারাপ লাগতেছে.. অনেক দিনের রিলেশন তাদের. আগে সে আমার অনেক খেয়াল রাখতো সে তার. কিন্তু চাকরী পাওয়ার পর থেকে.. ব্যস্ত আর ব্যস্ত. ও আমকে একটুও বোঝেনা.. এই সব ভাবছে কাঁদছে...এভাবে প্রায় ৩০ মিনিট পার হয়ে গেলো. সে আর থাকতে পারছেনা.. আবার online গেলো.. আর যেয়ে সে পুরাই অবাক..অনেক বড় একটা ম্যাসেজ )
ছেলেঃ আমি জানি আমি এখন আর আগের মত তোমাকে সময় দিতে পারিনা.. আগের মত তোমার খেয়াল রাখতে পারিনা,, খোজ কম নি.. তবে তার মানে এই না ভালোবাসা কমে গেছে.. তোমাকে আগের থেকেও অনেক বেশি ভালোবাসি.. আর সেই জন্য আমার এতো পরিশ্রম. কারণ আমি চাই তোমাকে করা প্রতিটা প্রতিজ্ঞা পালন করতে.. তুমি যখন breakup এর কথা বললে আমি হয়তো কিছু বলিনি.. কিন্তু সত্যি বলছি আমার দু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে. আর আমি এটাও জানি. তুমি এটা অভিমান করে বলছো.. আর তুমি আবার ফিরে আসবে.. এবং.. আজ আমাদের রিলেশন এর ৪ বছর.. পার হতে যাচ্ছে.. সেই প্রথম দিনের মত আবার ও বলছি I am mad.. I am mad.. only for U.. U r my word U r my heart.. U r my happiness U r my life and I too much love U.. এন্ড সরি.. কিন্তু.. বুকে হাত দিয়ে বলতে পারি.. আমার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবেনা..তোমাকে আর হ্যা,, কাওকে বাসতেও দেবোনা...
মেয়েঃ কিছু কান্নার ইমুজ সেন্ড করে.....
ছেলেঃ (সাথে সাথে রিপ্লে) একটুও কাঁদবানা.. মাইর দিবো কিন্তু..
মেয়েঃ তুমি আমাকে মারতে পারবা? যদি পারো আমি রাজি..
ছেলেঃ চুপ.. একটাও কথা না.. তুমি ভালো করে জানো.. আমি এটা পারবোনা..
মেয়েঃ সেই জন্য বললাম.,, আর আমি ভেবেছিলাম তুমি হয়তো সব ভুলে গেছো.. তোমার হয়তো কিছুই মনে নেই..
ছেলেঃ একটাই তো পাগলী আমার. তার কথা মনে থাকবে না তা কার কথা মনে থাকবে?
মেয়েঃ আর কারো কথা মনে করে দেখোনা.. খুন করে ফেলবো.. তুমি শুধু আমাকেই ভালোবাসবা..
ছেলেঃ হুম,, ত্যাড়া হোক বাকা হোক তবুও আমার..
মেয়েঃ হুম,,, মনে থাকে জেনো.. আর হ্যা,, আমাকে তখন আটকালে না কেনো?
ছেলেঃ কারণ,, আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না.. আর আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে.. তুমি ঠিক ফিরে আসবে..
মেয়েঃ যদি না ফিরতাম?
ছেলেঃ কাল সকালে. তোমার বাড়ি চলে আসতাম..মা-বাবা কে নিয়ে তোমার বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে..
মেয়েঃ শখ কতো...
ছেলেঃ অনেক বছরের শখ পাগলী..
মেয়েঃ হুম... আমার ও
ছেলেঃ চিন্তা করোনা.. আমি always তোমার পাশে আছি.. এইবার হাসো অনেকক্ষণ তোমার হাসিটা দেখিনা
মেয়েঃ (একটা হাসি দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিলো)
ছেলেঃ I love this smile..and also U..
মেয়েঃ I love U too......
ছেলেঃ কিছু হাসির ইমুজ দিয়ে..
( আর এইভাবে অভিমানী breakup থেকে আবার ফিরে আসা..আর এইভাবে চলতে থাক তাদের মিষ্টি প্রেমের গল্প)
.
( সত্যিকারের একটা ভালোবাসা.. থাকলে একজীবনে আর কিছু চাওয়ার থাকেনা.. একটা ভালোবাসা বেশি কিছু চাইনা. শুধু একটু সময় একটু কেয়ারিং আর একটু তাকে বুঝার চেষ্টা করা.. তাহলেই তো হবে পারফেক্ট রিলেশনশিপ.. গল্পটি কেমন লাগলো জানাবেন. এবং সবাই ভালো থাকবেন- ধন্যবাদ

No comments:

Post a Comment

soumitramanna881@gmail.

Popular Feed

Recent Story

Featured News

Back To Top