Saturday, 7 March 2020

A Real boyfriend-A short story

সৌরভ=..হ্যালো......
শ্রাবণী =Oii...তুমি এত কিপটা কেন৷?
কত্ত গুলো মিস কল দিলাম,, ব্যাক করলে না কেন বলতো ।
সৌরভ=মোবাইলে ব্যালেন্স শেষ !
শ্রাবণী = তো ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারতে।
সৌরভ =সেটাও শেষ !
শ্রাবনী=ওহ্,, সকাল থেকে কল করছি, আর এই ভর দুপুর বেলা কল রিসিপ করলা,,
সৌরভ = ঘুমিয়ে ছিলাম ।
শ্রাবণী = এতক্ষণ কেউ ঘুমায় । ওরে বিলাসিতা রে,,,
সৌরভ = এটা বিলাসিতা না,, মানিব্যাগ খালি থাকার প্রক্রিয়া,,।
শ্রাবনী = মানে !
সৌরভ= মানে৷ ঘুমিয়ে থাকলে খুদা লাগে না ।
শ্রাবণী =তার মানে,, তোমার কাছে দুপুরে খাওয়ার টাকাও নাই ।
সৌরভ = না তবে,,,ম্যানেজ করে ফেলছি ২০ টাকা,,,
শ্রাবণী =২০ টাকা দিয়ে কী খাবা শুনি ।
সৌরভ=২০টাকা দিয়ে,,এক কাপ চা,, দুইটা কেক,, আর একটা চকলেট,,,, খাবো,, দোকানদার, একটা ভাংতি দিতে পারবে তাই,,,,।
শ্রাবনী=এগুলা খাবা তুমি ?
সৌরভ = হুম,, খাইতেছি তো,,,,,।
শ্রাবণী = কোথায়৷
সৌরভ =টঙে বসে,,, সাথে বাংলা সিনেমা ফ্রি ।
শ্রাবনী৷ =কী সিনেমা ।
সৌরভ =হঠাৎ বৃষ্টি।
শ্রাবনী = কার।
সৌরভ =ফেরদৌস।
শ্রাবণী = হা হা হা হা হা হা।।
সৌরভ = হাসো কেন?
শ্রাবণী =এমবি,, আচ্ছা,, একটা হেল্প করবা,,,
সৌরভ = কী বলো ?
শ্রাবণী =তোমার ডাচ্ বাংলা একাউন্টে টাকা পাটাচ্ছি,,,
একটা,, লোক কে,,
দিয়ে দিবা,,,
সৌরভ =ঠিক আছে,, দিয়ে দেবো,,,।
শ্রাবণী=,, ওকে, এখন বাই,,
সৌরভ = ওকে বাই,,,
..........................
ব্যাংকে ৩০০০ হাজার টাকা আসার পর...
সৌরভ,,,,,, শ্রাবণী কে কল দিলো,,,,,
..........!......
সৌরভ =হ্যালো টাকা আইছে,, কাকে দিবো ।
শ্রাবণী = বললো,, একটা রেস্টুরেন্টে গিয়ে এক প্যাকেট বিরিয়ানি কিনবা,, একটা কোক কিনবা,,
বাকি টাকা পকেটে রাখবা,,,,
সৌরভ = তারপর?
শ্রাবণী = এগুলা খাবা....
তারপর,, হঠাৎ বৃষ্টি,, মুভিটা দেখবা,,,
সৌরভ =তারপর,,
শ্রাবণী =মুভিটা শেষ হলে,, মোবাইলে টাকা পুরে,, আমাকে কল দিবা,, তারপর পুরো মুভিটার কাহিনি
আমাকে শুনাবা

এটাই হলো প্রকৃত ভালোবাসা,, সর্বদা bf এর টাকায় নয়,, বরং,, মাঝে মাঝে bf কে কিছু টাকা সাহায্যে করা দরকার,,,,,

No comments:

Post a Comment

soumitramanna881@gmail.

Popular Feed

Recent Story

Featured News

Back To Top