---MA আমার ব্ল্যাক শার্টটা কই?(আমি)
এই তো এইখানে।(পেছন থেকে রিয়া)
ওই তুই আমার শার্ট , প্যান্ট পড়ছিস কেন? (আমি)
আমার ইচ্ছে তাই।(রিয়া)
তোর ইচ্ছে মানে!!(আমি)
দেখেন বিয়ের পর আপনার সবকিছুই তো আমার।তাই এখন থেকেই সবকিছুই নিজের জন্য গোছিয়ে নিচ্ছি।(রিয়া)
কিহ্ কার সাথে বিয়ে?(আমি)
নেকা ষষ্ঠী! কেন আমার সাথে।(রিয়া)
আমাকে কি পাগলা কুকুরে কামড়াইছে, যে তোর মতো একটা পিচ্ছি শয়তান কে বিয়ে করবো।(আমি)
দেখেন আমায় একদম পিচ্ছি বলবেন না। আমার বয়স ১৮+ চলতেছে।(রিয়া)
তাতে কি?তুই আমার থেকে অনেক ছোট । তাছাড়া তুই সম্পর্কে আমার চাচাতো বোন হস্ । আর বোনকে কেউ কখনো বিয়ে করে? (আমি)
আমি আপনার মায়ের পেটের বোন না। সো বিয়ে করা জায়েজ আছে(রিয়া)
তবুও আমি তোকে বিয়ে করতে পারবো না।(আম)
কেন আমি কি দেখতে অসুন্দর? (রিয়া)
সেটা না। পরিবারেরর কেউই আমাদের সম্পর্ক মেনে নিবে না। (আমি)
সবাই কে রাজি করানোর দায়িত্ব আমার।(রিয়া)
সবাই রাজি হলেও আমি তোকে কখনো বিয়ে করবো না।(আমি)
দেখা যাবে কি করে বিয়ে না করেন । আমি আপনাকে আমার করেই ছাড়বো । আমি আপনার কাপরগুলো চেন্জ করে এসে দিয়ে যাচ্ছি।( রিয়া)
এই বলেই রিয়া আমার রুম থেকে চলে যায়....
.
.
এই ফাঁকে আমার পরিচয় টা দিয়ে দিই। আমি অয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড ক্যামিস্রিতে এমএসসি কম্লিট করেছি। সাথে সাথে কানাডায় স্কলার্শিপ পেয়েছি।সেখান থেকেই পিএসডি করবো। ৩ মাস পর চলে যাবো।
.
আর এতক্ষণ যে আমার সাথে বকবক করছিল সে আমার ছোট আম্মুর মেয়ে। আমার চাচাতো বোন। দেখতে সেই লেভেলের সুন্দরি । ইন্টার ২য় বর্ষে পড়ে। সে নাকি আমায় সে ছোট্ট থেকে ভালবাসে । কিন্তু আমার তাকে একদম ভাল লাগে না।
..
তবুও তার পাগলামী থেকে বাঁচার জন্য আমি তাকে বলেছি আমার যখন পড়াশোনা শেষ হবে তখন তাকে বিয়ে করে নিবো।আর সে আমায় আপনি করেই বলে। আমি কম হলেও তার থেকে ৫ বছরের বড়।থাক আর কিছু বলবো না ।
পরের দিন রাতে....
ঘুমানোর জন্য রুমে আসলাম।রুমটা খুব সুন্দর করে সাজানো। আমি জানি এসব রিয়াই করে। ও আসলেই আমার খুব কেয়ার করে।ও আমার চাচাতো বোন হলেও
সে সবসময় আমাদের বাসাই থাকে। বলতে গেলে পুরো বাড়ি মাথায় করে রাখে । ও আব্বু আম্মুর চোখের মণি হয়ে উঠেছে ইদানিং।এসব কথা চালছিলাম এমন সময় রুমে কে যেন ডুকলো...
এই নিন আপনার দুধ।(রিয়া)
টেবিলে রেখে যা।(আমি)
তা বলেন আপনি আমায় কবে বিয়ে করছেন ?(রিয়া)
জীবনেও করবো না।(আমি)
বুঝেছি সোজা আঙুলে ঘি উঠবে না। যা করার আমাকেই করতে হবে। আমার অধিকার আমাকেই বুঝে নিতে হবে। এই বলে রাত্রী আমার রুমের দরজা বন্ধ করে দিলো। লেহেঙ্গার পড়েছিলো সে।সে লেহেঙ্গারের একপাশ টা ছিড়ে ফেললো। তার কর্মকান্ড দেখে আমি অবাক...
এই তুই এসব কি করছিস? (আমি)
বড় আম্মু বাঁচাও!বাঁচাও! বলে চিৎকার করছিলো রিয়া । তার চিৎকার শুনে আব্বু আম্মু, চাচা-চাচী দৌড়ে আমার রুমের দরজার সামনে চলে আসলো। এসেই তারা দরজা খোল বলতে বলতে দরজায় নক করতেছিলো।রিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। তখন সবাই রুমের ভেতর ঢুকে পড়ে। রিয়া তখন কাঁদতে কাঁদতে আম্মু কে জরিয়ে ধরে....
বড় আম্মু আপনার ছেলে আমাকে একা পেয়ে....(রিয়া)
তখনMA যা করলো তা আমি জীবনে ও কল্পনা করতে পারি নি.....
"
"
"
"
চলবে.....
No comments:
Post a Comment
soumitramanna881@gmail.