Thursday, 14 May 2020

dujonei doshi||

----যখন bf তোমার থেকে তোমার হঁট পিক চায় তখন কি মনে থাকেনা...কাকে কি দিতে যাচ্ছো?
বালিকা যখন তোমার bf তোমার জামার ভিতর হাত দেয় তখন কি মনে থাকেনা... কার সম্পদ কার জন্য উন্মুক্ত করে দিলে?
বালিকা যখন তোমার bf এর ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাও ... তখন কি মনে থাকেনা তুমি কার সম্মান নিয়ে মাঠে নামলে নিজেকে খোলা রেখে?
বালিকা যখন bf এর সাথে লিটনের ফ্ল্যাটে গিয়ে দুটি দেহ এক করে শুয়ে থাকো তখন কি মনে থাকেনা কার সম্পদ কাকে বিলিয়ে দিচ্ছো?
নিজের মত করে যখন নিজেকে বিলিয়ে দিচ্ছো
তাহলে পরে আবার কেন সে অপবাদ সব ছেলেকে দিচ্ছো?
এই মেয়ে একটা ছেলের জন্য সব ছেলেকে কেন দোষী করছো?
মজা কি শুধু ছেলেটা নিয়েছে
তুমি নাওনি?
ছেলেটা যেমন একটু সুখের জন্য তোমাকে চেয়েছে
ঠিক তেমনি তুমিও চেয়েছো সে সুখের ভাগীদার হতে
আর সেই সুখ পেতে খুব সহজে নিজেকে শিয়াল কুকুরের খাবার বানালে
আরে নিজের ভালোতো একটা পাগলেও বুঝে
আর তুমি ছিঃ কেউ চাইতে শুয়ে পড়লে
কখনও কি ভেবে দেখেছো যাকে সবকিছু দিলে তার সাথে যদি তোমার বিয়ে নাহয়
যদি আরেকজনের সাথে হয়
তখন তাকে কি দিবে ?
কি আছে তোমার কাছে দেবার মত তোমার স্বামীকে?
তখন কি তোমার লজ্জা করবেনা নষ্ট একটা শরীর নিয়ে বধু সেঁজে বসে থাকতে?
তুমি জানোনা
ঈদের চাঁদ দেখলে মানুষ যতটা খুশি হয় ততটা খুশি ঈদের দিনও হয়না
কেন জানেন?
কারন ... ঈদের দিন মানে ঈদ শেষ
আর চাঁদ দেখা মানে কাল ঈদ
এটা ভাবতেই তো খুশিতে বুকটা ভরে যায়
ঠিক তেমনি যে তোমাকে বিয়ের আগে পেয়ে গেছে
তার আবার কি দরকার তোমাকে বিয়ে করার
তাই যার সাথে সম্পর্ক করুন বুঝে শুনে সুন্দর মনের একটা মানুষের সাথে করুন।
আর কারও খারাপ লাগলে ক্ষমা করবেন।।।।।
ধন্যবাদ🙏🙏
 গল্পটি পড়ে কেউ খারাপ ভাববেন না কারণ বাস্তবতা নিয়েই গল্পটি লেখা।। ভালোবাসা দেহের সাথে না মনের সাথে করুন।। যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে কখনো আপনার সাথে খারাপ কাজ করবে না।। প্লিজ দয়া করে শুধুমাএ মুষ্টিমেয় কয়েকটি ছেলের জন্য সব ছেলেদের খারাপ ভাববেন না পৃথীবিতে এমন ও ছেলে আছে যারা এখনো একটু ভালোবাসার জন্য পাগল
এতো কষ্ট করে যখন গল্পটা পড়লেন তখন একটা comment করে যান।

No comments:

Post a Comment

soumitramanna881@gmail.

Popular Feed

Recent Story

Featured News

Back To Top